রাজকপাল নিয়েই বিনোদন অঙ্গনে যাত্রা শুরু করেন জাহারা মিতু। পরিচিতি পাওয়ার পর ২০১৯ সালের অক্টোবরে ঢাকাই সিনেমার সেরা নায়ক শাকিব খানের বিপরীতে ‘আগুন’ ছবির মধ্য দিয়ে তাঁর চলচ্চিত্রযাত্রা শুরু হয়। প্রথম ছবিতে শাকিব খানের নায়িকা হওয়াতেই ‘রাজকপাল’ হিসেবে ধরে নিয়েছিলেন অনেকে। রাতারাতি পরিচিত হয়ে ওঠেন মিতু।
পশ্চিমবঙ্গের সুপারস্টার দেবের বিপরীতেও অভিনয় করেন। দুই শীর্ষ নায়কের বিপরীতে অভিনয় করে নায়িকা হওয়া মিতুর বৃহস্পতি তুঙ্গে থাকার কথা! কিন্তু তা হয়নি।
শাকিব ও দেবের সঙ্গে ছবি করায় অনেকে ভেবেছিলেন, ঢাকাই সিনেমায় জাহারা মিতুর পথচলা অনেক সহজ হয়ে গেল। সহজেই পেলেন নায়িকা পরিচিতি। চলার পথ হলো মসৃণ। তাঁদের ভাবনাও ভুল! বিনোদন অঙ্গনে এত সহজে অবস্থান পোক্ত হয় না। এলাম, দেখলাম আর জয় করলাম- এই থিওরি তাঁর বেলায় খাটেনি। তারপরও মিতু থেমে যাননি। প্রতিনিয়ত পরিশ্রম করেছেন।
প্রথম ছবিতে চুক্তির প্রায় চার বছর পুরোপুরি নায়িকা হিসেবে অভিষেক হলো মিতুর। শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘জয় বাংলা’। ছবিটি নির্মাণ করেছেন প্রখ্যাত নির্মাতা কাজী হায়াৎ।
মিতু বললেন, ‘কাজী হায়াৎ স্যারের মতো নির্মাতা ও মুনতাসীর মামুন স্যারের মতো লেখকের গল্পের ছবি দিয়ে আমার অভিষেক হলো। এটা আমার জন্য সৌভাগ্য। যদিও আমি জানি, প্রথম ছবি দিয়ে সব শ্রেণির দর্শকের কাছে পৌঁছানো হবে না আমার। এদিক দিয়ে একটু আফসোস থাকলেও এই ছবির সঙ্গে মুক্তিযুদ্ধ যুক্ত থাকায় আমি অনেক খুশি।’
‘আগুন’ ও ‘কমান্ডার’ ছবিতে যখন মিতু কাজ করেন, তখন নাকি তাঁর মধ্যে সিনেমা নিয়ে উন্মাদনা কাজ করেনি। এতটা সিরিয়াসও ছিলেন না। কিন্তু এখন তিনি অভিনয় নিয়ে দারুণ সিরিয়াস। তাঁর ভাষ্যে, “ক্যারিয়ারের শুরুতে সিনেমায় অভিনয় নিয়ে আমার খুব একটা আগ্রহ ছিল না। নায়িকা হতেই হবে এমন ইচ্ছাও হয়নি। কিন্তু যখন ‘জয় বাংলা’, ‘শত্রু’, ‘কুস্তিগির’ সিনেমায় পরপর কাজ করি, তখন সিনেমায় অভিনয়ের একটা আগ্রহ তৈরি হয়। এরপর অভিনয় নিয়ে আরও অনেক বেশি সিরিয়াস হই।” বিনোদন অঙ্গনে মিতুর যাত্রা শুরু হয়েছিল উপস্থাপনা দিয়ে। কিন্তু এখন সেই মাধ্যমে তাঁকে দেখা যায় না।
বিষয়টি নিয়ে মিতু বলেন, ‘২০১৮ সালে বিশ্বকাপ ফুটবল, ২০১৯ সালে বিশ্বকাপ ক্রিকেট, বিপিএল ক্রিকেটের উপস্থাপনা করেছি। এরপর করা হয়নি। যেহেতু এখন স্বপ্ন বড় পর্দাকে ঘিরে, তাই এখন আর ছোট পর্দায় কাজ করছি না। তবে বিশেষ কিছু হলে দু-একটি উপস্থাপনার কাজ করা যেতেই পারে।’
নতুন বছরে মিতু অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির মিছিলে দাঁড়াবে। এর মধ্যে রয়েছে শাহীন সুমনের ‘কুস্তিগির’, সুমন ধরের ‘শত্রু’, বদিউল আলম খোকনের ‘আগুন’। পাশাপাশি কয়েকটি নতুন কাজের সঙ্গেও যুক্ত হয়েছেন তিনি।