বরিশাল প্রতিনিধি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলে নির্বাচনে অপূর্ণতা থেকে যাবে। তাই সরকারও আন্তরিক বিএনপিকে নির্বাচনে আনতে।
মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা, আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন সিইসি।
সিইসি আরো বলেন, ‘বিএনপিকে আমরা সংলাপে বসার আহবান জানিয়েছিলাম, তারা আসেননি। কমিশনের ওপর অনাস্থা রয়েছে বিএনপির। এমনকি সরকারের ওপরও অনাস্থা রয়েছে । তবে বিএনপির যে নির্বাচনে আসা প্রয়োজন সেটা কিন্তু সরকারও বলছে। আমরা চাই নির্বাচনে সবাই অংশগ্রহণ করুক।’ বিভাগীয় কমিশনার আমিন উল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম, নির্বাচন কমিশনের আইডিইএ প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সঞ্জয় কুমার কুন্ডু, জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।