বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ছাত্রলীগের নতুন কমিটির নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সভাপতি পদে সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক পদে শেখ ওয়ালি আসিফ ইনান নির্বাচিত হয়েছেন।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি হিসেবে মাজহারুল করিম ও সাধারণ সম্পাদক হিসেবে তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি পদে রিয়াজ মাহমুদ
ও সাধারণ সম্পাদক পদে সাগর আহমেদ নির্বাচিত হয়েছেন। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি হিসেবে রাজীবুল ইসলাম ও সজল কুন্ড সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।