The news is by your side.

থাইল্যান্ডে নৌ বাহিনীর জাহাজডুবি, ৭৫ নাবিক উদ্ধার  

0 117

থাইল্যান্ড উপসাগরে দেশটির একটি নৌ-বাহিনীর জাহাজ ডুবে গেছে। ঘটনাস্থল থেকে সোমবার (১৯ ডিসেম্বর) হেলিকপ্টারের মাধ্যমে ৭৫ জন নাবিককে উদ্ধার করা গেলেও এখনও ৩১ জন নিখোঁজ।

রবিবার সন্ধ্যায় ঝড়ো বাতাসে ‘এইচটিএমএস সুখোথাই’ রণতরীর বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। খবর পাওয়া মাত্র থাই রয়েল নেভি তিনটি ফ্রিগেট ও দুটি হেলিকপ্টার পাঠিয়েছে।

মেশিনের সাহায্যে জাহাজটিকে তোলার চেষ্টা করলেও সম্ভব হয়নি। বিবিসি জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। জাহাজটিতে ১০৬ জন ছিল বলে জানা গেছে।

সাগরে টহল দেওয়ার সময় জাহাজটি ঝড়ের কবলে পড়ে। ডুবে যাওয়ার প্রাথমিক কারণ হিসেবে কর্মকর্তারা বলছেন, ঝড়ের কারণে জাহাজে পানি ঢুকে। পুরো জাহজ দ্রুত প্লাবিত হওয়ায় পাওয়ার রুমে শর্ট সার্কিট সৃষ্টি হয়। একপর্যায়ে ডুবে যায়। বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে থাই নৌ বাহিনী।

 

 

Leave A Reply

Your email address will not be published.