সায়ন্তনী গুহঠাকুরতা। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় অভিনেত্রী। সদ্য ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘ডাক্তারবাবু’।
কাজের ব্যস্ত শিডিউলের পাশাপাশি ঘুরে বেড়াতে ভালোবাসেন তিনি। ছোটপর্দা থেকে বড়পর্দা অবাধ রাজ তার।বর্তমানে সায়ন্তনীর হাতে একগুচ্ছ কাজ।
শুটিং থেকে ফুসরত পেতেই ঘুরতে বেরিয়ে পরে সে। আর এবারও তার ব্যাতিক্রম নয়।
বর্তমানে টলিপাড়ার একাধিক অভিনেত্রীদের বলে বলে টেক্কা দিচ্ছেন সায়ন্তনী গুহঠাকুরতা।
প্রশ্নটা করতেই বললেন, ‘‘এটা একরকম ভাবে নিজেকে আবিষ্কার বলতে পারেন। আমি জিম করে ষোলো ঘণ্টা না খেয়ে যে ভাবে পরিশ্রম করেছি সেটার কথা একবার ভাবুন।
নিজের শরীরকে এত ভাল দেখতে যদি লাগে, সেটা যদি আমার প্লাস পয়েন্ট হয়, আমি কেন দেখাব না বলুন তো?
আমি তো একজন অভিনেত্রী! আমায় তো প্রকাশ করতে হবে। আমি অবশ্যই গল্পের খাতিরে এমন কোনও চরিত্রে অভিনয় করতে পারি যেখানে শরীর নিয়ে আমার কোনও ছুঁৎমার্গ থাকবে না!’’ সাফ জবাব সায়ন্তনীর।
তাঁর জীবনে ক্রিস্টমাসের কেক নেই।নবমীর মাংস নেই। এমনকি বছরের শেষ রাতের পার্টির পেট-ভোজন নেই। তিনি নিজেকে প্রস্তুত করছেন কাজের জন্য।
বললেন, ‘‘প্লিজ একটা কথা লিখবেন। এত খোলামেলা ছবি শুট করেছি নিজের আনন্দে। চরিত্র কিন্তু এ ভাবে পাওয়া যায় না। তা হলে এত কিছু করে আবার সিরিয়াল করতাম না এখন।’’
কিন্তু এই স্বল্পবাসের শুট নিয়ে লোকে তো নানা কথা বলবে..
জবাব এল, ‘শরীর সৌন্দর্যের। নান্দনিকতার। কেউ চাইলেই এরকম শুট করতে পারে। বিকিনি বা স্বল্পবাস শুট কোনও নতুন কিছু নয়। আমরা ন্যুডিটি নিয়ে এ বার একটু বড় হলেও তো পারি।’’