The news is by your side.

দিঘিকে বাদ দিয়ে তোপের মুখে পরিচালক রায়হান রাফি

পূজা, মিমকে কাস্ট করলে একটা কথা ছিল!

0 150

ফারদিন দীঘিকে অভিনয়ে মনযোগী হতে পরামর্শ দিয়েছেন নির্মাতা রায়হান রাফি। দীঘির শারীরিক গঠন নিয়েও কথা বলেন তিনি। তাকে ‘আনফিট’ বলে মন্তব্য করেন রাফি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এসে একজন নায়িকার শরীর নিয়ে নির্মাতার এমন মন্তব্য ভালো চোখে দেখছেন না নেটিজেনরা। ফেসবুকে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে।

দীঘির পরিবার থেকেও প্রতিবাদ এলো। দীঘির মামা আবু নুসরাত ভিক্টর রাফির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন।

নিজের ফেসবুকে দীঘির মামা লিখেছেন- আমার ভাগ্নি দিঘী যেকোনো কারণে মন খারাপ করে কারও নাম উল্লেখ না করে কিছুদিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল। কিন্তু চোরের মন পুলিশ পুলিশ বলে একটা ব্যাপার আছে, তাই পরিচালক রায়হান রাফি সাহেব নিজেই মিডিয়ার সামনে এসে সত্য-মিথ্যা মিশিয়ে কথা বলেছেন।

তিনি আরও লেখেন— আপনি ‘সুড়ঙ্গ’ মুভি নিয়ে দিঘীর সঙ্গে দুদিন মিটিং করেছেন আপনার অফিসে এবং দুদিন আমি দিঘীর সঙ্গে উপস্থিত ছিলাম। আপনাকে মনে করিয়ে দিই দ্বিতীয় দিন আপনি ৪ ঘণ্টা মিটিং করে গল্প শুনিয়েছেন।

ভিক্টর লিখেছেন- আপনার সিনেমায় আপনি কাকে নেবেন কাকে নেবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্ত আপনি আমার ভাগ্নিকে লাইভে এসে মিডিয়ার সামনে অযোগ্য বলতে পারেন না। আমার ভাগ্নি অযোগ্য হলে তিন বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেত না এবং শ্যাম বেনেগালের সঙ্গে কাজ করতে পারত না। আপনি ৫০ বছর কাজ করলেও জাতীয় পুরস্কার পাবেন কিনা সন্দেহ। যাকে দিঘীর পরিবর্তে কাস্ট করেছেন উনি কি দিঘীর চেয়ে যোগ্য।

তিনি আরও বলেন, যদি পূজা, বুবলী বা মিমকে নিয়ে কাজ করতেন তাহলে একটা কথা ছিল। যাকে নিয়েছেন তাকে কেনো নিয়েছেন এটা ইন্ডাস্ট্রির সবাই জানে। এটা স্বীকার করার সাহস আপনার নাই বলে আপনি দিঘীকে অযোগ্য বলে শাক দিয়ে মাছ ঢাকার যে চেষ্টা করছেন এটাও সাধারণ মানুষ বুঝে।

রাফির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে দীঘির মামা লেখেন- আপনি বড় ভাই হিসেবে দিঘীকে পরামর্শ দিতে পারেন কিন্তু আপনার অপমান করার কোনো অধিকার নাই। তাই পরবর্তীতে দীঘিকে অপমান করার চেষ্টা করলে আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। দিঘী বানের জলে ভেসে আসেনি।

 

Leave A Reply

Your email address will not be published.