The news is by your side.

ফ্রান্সে আবাসিক ভবনে আগুন, পাঁচ শিশুসহ নিহত ১০

0 134

ফ্রান্সের লিয়ন শহরের কাছে ভলক্স এন ভেলিনে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এতে ৫ শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে।

লিয়নের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে ১৭০ জন দমকলকর্মী ঘটনাস্থলে উপস্থিত হন। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৬৫টি ইউনিট চলে আসে। ঘটনাস্থলে কাজ করছে তারা।

জরুরি বিভাগ জানিয়েছে, একটি সাত তলা আবাসিক ভবনে আগুন লাগে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে চারপাশে। দগ্ধ ৪ জনের অবস্থা গুরুতর। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড ডারমানিন বলেন, ‘অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।’ নিহত শিশুদের বয়স ৫ থেকে ১৫ বছরের মধ্যে বলে জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

Leave A Reply

Your email address will not be published.