ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে মেট্রোরেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রথম ধাপে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু করা হবে মেট্টোরেল।
সোমবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর দিয়াবাড়িতে মেট্রোরেলের অগ্রগতি পরিদর্শন শেষে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এ কথা জানান। বলেন,উদ্বোধনের পর প্রথম দিকে যাত্রীদের অভ্যস্ত করে তোলার জন্য ট্রেন ছাড়া বা অপেক্ষার সময় বাড়ানো হবে। তবে উদ্বোধনের তিন মাসের মধ্যে পরিপূর্ণ অপারেশনে যাওয়া হবে বলে জানান তিনি।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আনুষ্ঠানিকভাবে ম্যাস র্যাপিড ট্রানজিট এমআরটি লাইন-৬ নামে পরিচিত প্রকল্পটি বাস্তবায়ন করছে।
এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, আগামী ডিসেম্বরে আমাদের বিজয়ের মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমআরটি লাইন-৬ উদ্বোধন করবেন।
মেট্রোরেলের (এমআরটি লাইন-৬) প্রতি কিলোমিটারের ভাড়া ৫ টাকা এবং সর্বনিম্ন ভাড়া ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ভাড়া হবে ১০০ টাকা। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের ভাড়া মওকুফ থাকবে।