পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দেশ দুটির বাহিনীর পাল্টাপাল্টি গোলাগুলিতে ৬ বেসামরিক পাকিস্তানি ও ১ আফগান বাহিনীর সদস্য নিহত হয়েছেন বলে দেশ দুটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
পাকিস্তান সেনাবাহিনী জানায়, আফগান সীমান্ত বাহিনীর হামলায় হামলায় ৬ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। তারা বিনা উস্কানিতে চামান সীমান্ত ক্রসিংয়ে ‘কামান ও মর্টারসহ ভারি অস্ত্রে নির্বিচারে হামলা চালিয়েছে।’ ওই ক্রসিংটি পাকিস্তানের পশ্চিম বেলুচিস্তান প্রদেশকে আফগানিস্তানের দক্ষিণ কান্দাহার প্রদেশের সঙ্গে সংযুক্ত করে।
আফগানিস্তান সীমান্তে কান্দাহার প্রদেশের এক আফগান কর্মকর্তা নূর আহমেদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জনায়, দুর্ঘটনাক্রমে ঘটনাটি ঘটে এবং উভয় পক্ষের বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। তিনি আফগান সীমান্তে কোনো হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে ঘটনাটিকে অপ্ররোচনামূলক হামলা বলে বর্ণনা করা হয়েছে। তা জানিয়েছে, পাকিস্তানি সেনারা সদৃশ জবাব দিয়েছে, কিন্তু অন্যদিকে বেসামরিক লোকদের লক্ষ্য বানায়নি।
চামান একটি ব্যস্ত আফগান সীমান্ত ক্রসিং। বাণিজ্য ও ট্রানজিটের জন্য ব্যবহৃত হয়। উভয় পক্ষের কর্মকর্তারা জানিয়েছেন, পুনরায় খোলার আগে এলাকাটি কয়েক ঘণ্টার জন্য বন্ধ ছিল। গত মাসে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে একই ধরনের সংঘর্ষের কারণে ক্রসিংটি কয়েক দিনের জন্য বন্ধ ছিল।