The news is by your side.

অধ্যাপক কামরুন নাহার বেগমকে  রত্নগর্ভা মাতা  সম্মাননা প্রদান

0 720

 

নিজস্ব প্রতিবেদক

বিশিষ্ট আইনজীবী ও শিক্ষাবিদ অধ্যাপক কামরুন নাহার বেগমকে   ‘রত্নগর্ভা মাতা’ সম্মাননা প্রদান করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

আজ জাতীয় প্রেসক্লাবে  এক অনুষ্ঠানে  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম  প্রধান অতিথি হিসেবে  অধ্যাপক কামরুন নাহার বেগমের হাতে সম্মাননা  পদক তুলে দেন।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি  স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী ও দৈনিক ভোরের আকাশ সম্পাদক  মনোরঞ্জন ঘোষাল এর সভাপতিত্বে  অন্যান্যের মধ্যে এসময় উপস্থিত ছিলেন  প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা  ডা: মোদাচ্ছের আলী, আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি,  ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি  ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক  অধ্যাপক অরূপ রতন  চৌধুরী, কৃষকলীগের সহ-সভাপতি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি রোকেয়া প্রাচী, সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক  অভিনেত্রী তারিন জাহান ও সাংগঠনিক সম্পাদক সুজন হালদার।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, মুক্তিযুদ্ধের একজন সফল সংগঠক হিসেবে এবং পরবর্তী সময়ে  বৃহত্তর চট্টগ্রামে  শিক্ষার প্রসারে  অধ্যাপক কামরুন নাহার বেগমের অবদান অনস্বীকার্য।

অধ্যাপক কামরুন নাহার বেগম  তাকে সম্মানিত করায় বঙ্গবন্ধু   সাংস্কৃতিক জোটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, অধ্যাপক কামরুন নাহার বেগম তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.  হাসান মাহমুদের মা।

বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরও চার নারীকে সম্মাননা  জানায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

Leave A Reply

Your email address will not be published.