The news is by your side.

প্রতিমার সামনে ছবি তুলে কটাক্ষে বিদ্ধ মেহজবীন!

অশালীন মন্তব্য, ‘তুরে কে বলছে এই খানে যাইয়া ভিডিয়ো বানাইতে!’

0 141

 

মেহজবীন চৌধুরী। দেবী প্রতিমার সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন। ভিডিয়োও করেছেন। সেই ভিডিয়ো নিজের সামাজিক পাতায় পোস্ট করতেই তোলপাড় ফেসবুক।

‘মুসলিম হয়ে হিন্দু দেব-দেবীর ফটোশ্যুট করলেন! আপনার থেকে এই আচরণ আশা করিনি’, এমন মন্তব্যে ছেয়ে গিয়েছে তাঁর পোস্ট। সবটাই এসেছে নায়িকার অনুরাগীদের থেকেই।

মেহজবীন যদিও ধর্মের বেড়াজালে আবদ্ধ থাকতে চাননি। উজ্জ্বল মেরুন রঙের পোশাকে নিজেকে সাজিয়েছেন। সেই পোশাকেই তিনি নানা ভাবে দেবী মূর্তির সামনে।

প্রতিমাকে নেপথ্যে রেখে কখনও তিনি পোজ দিয়েছেন। কখনও হেঁটেছেন কুমোরটুলির অলিতে গলিতে। দু’পাশে দেওয়াল। চারপাশে রকমারি মাটির মূর্তি। তাদের মধ্যে নায়িকা সাবলীল। তাঁর এই বিশেষ শ্যুট প্রতি মুহূর্তে উপভোগ করেছেন তিনি। সে কথা স্পষ্ট তাঁর ফটোশ্যুটেই। সেই ছবি ভাগ করে নিয়ে মেহজবীনের প্রশ্ন, ‘মেরুন শীতের রং নয়?’

সঙ্গে সঙ্গে তাঁর সামাজিক পাতায় কটাক্ষের বানভাসি। কেউ লিখেছেন, ‘আপনের থেকে এটা আশা করি নাই আপু’। কারওর অশালীন মন্তব্য, ‘তুরে কে বলছে এই খানে যাইয়া ভিডিয়ো বানাইতে!’ মেহজবীন অবশ্য কারও কোনও কটাক্ষে মন্তব্য করেননি।

Leave A Reply

Your email address will not be published.