দেশে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নিয়ে কোনো ধরনের সংকট নেই। অথচ সরকারবিরোধীদের গুজবে ভয় পেয়ে ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে মানুষ। এতে নিজেরাই বিপদে পড়ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
শনিবার মুজিবনগরে বেসরকারি আইএফআইসি ব্যাংকের এক হাজারতম শাখা উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
হুন্ডি কারবারিদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, অবৈধ পথে আসা রেমিট্যান্সের টাকা জব্দ করছে সরকার, এমনকি জড়িতদের শাস্তির আওতায় আনা হবে।
সালমান রহমান বলেন, দেশের অর্থনীতি যে কটি খুঁটির ওপর দাঁড়িয়ে আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রেমিট্যান্স। এক কোটি প্রবাসীর শ্রমের ঘামে ভেজা উপার্জন ডলারে রূপান্তরিত হয়ে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্ত করছে।
কিন্তু বেশ কিছুদিন ধরেই প্রবাসীদের নানা মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করছে অনেকে। এতে প্রবাসীরা বৈধ পথে টাকা না পাঠিয়ে বিভিন্ন অবৈধ পথে টাকা পাঠাতে উৎসাহিত হচ্ছে।
তিনি আরও বলেন, ‘আমরা দেশের ব্যাংকিং খাতকে শক্তিশালী করার চেষ্টা করছি, যাতে বৈধভাবে অর্থ আসে।’
সরকারবিরোধীরা ব্যাংক নিয়ে গুজব রটাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ব্যাংকিং ব্যবস্থায় কোনো সংকট নেই উল্লেখ করে তিনি জানান, এখন অনেকেই গুজব ছড়াচ্ছেন যে দেশের ব্যাংকিং খাতে টাকা নেই। মানুষ ভীত হয়ে টাকা তুলে নিজেরাই বিপদে পড়ছেন।
তিনি আরও বলেন, ‘নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে। তারা যতই বলুক তারা নির্বাচন করবে না, নির্বাচনে অংশগ্রহণ করা না-করার বিষয়টি একান্ত তাদের।