The news is by your side.

বিপিএলে দল পেলেন লিটন-মুশফিক-মাহমুদউল্লাহ

0 211

রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ড্রাফট। মোট ৪০০ বিদেশি ক্রিকেটারের সাথে ২০০ দেশি ক্রিকেটার উঠছেন এই প্লেয়ার্স ড্রাফটে। সরাসরি চুক্তিতে কোন দলে না যাওয়ায় বিপিএলের ড্রাফটে সবচেয়ে আকর্ষণের কেন্দ্রে ছিলেন লিটন দাস।

ড্রাফটের প্রথম কলেই ইনফর্ম ওপেনার লিটন দাসকে দলে ভিড়িয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নিজেদের প্রথম সুযোগে মুশফিকুর রহিমকে দলে নিয়েছে সিলেট স্টাইকার্স। মৃত্যুঞ্জয় চৌধুরীকে দলে নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ঢাকা ডমিনেটর্স দলে ভেড়ায় মোহাম্মদ মিঠুনকে, খুলনা টাইগার্স নেয় মোহাম্মদ সাইফউদ্দিনকে, ফরচুন বরিশালে দল পান অভিজ্ঞ মাহমুদউল্লাহ, রংপুর রাইডার্সে শেখ মেহেদী হাসান।

বিপিএলের সাত দলই একজন করে স্থানীয় ক্রিকেটার ও বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারকে ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে দলে নেয়।

আগামী ৬ জানুয়ারি শুরু হবে বিপিএলের নবম আসর। ৪২ দিনের টুর্নামেন্টে ৪৬টি ম্যাচ মাঠে গড়াবে। খেলা হবে মোট তিনটি ভেন্যুতে। ঢাকার বাইরে চট্রগ্রাম ও সিলেটে বিপিএলের আসর বসবে।

Leave A Reply

Your email address will not be published.