The news is by your side.

কেন অভিনেতা ও অভিনেত্রীদের বিচারের আলাদা মানদণ্ড থাকবে?  রাভিনা ট্যান্ডন

0 105

অভিনেতারা যত বয়স হয়ে যাক কাজের সুযোগ পেতেই থাকে কিন্তু মেয়েরা বিয়ে বা বাচ্চা হয়ে গেলে ফিল্ম ইন্ডাস্ট্রিকে বিদায় জানিয়ে দিতে হয়, তারপর পুরুষরা চিরকাল ‘সুপারস্টারডম’ উপভোগ করে আর মহিলাদের ফেলা হয় যুগ এবং সৌন্দর্যের তালিকায় এবং শুধু অভিনেতারাই সুপারস্টার হয় কিন্তু কোনো অভিনেত্রী কখনো হয় না।

বলিউডের এই ভেদাভেদ সবার নজরে পড়লেও কেউ এর বিরুদ্ধে আওয়াজ তোলেনি আজ পর্যন্ত। যদিও এই ভেদাভেদ যে শুধু বলিউডে আছে তা কিন্তু নয় সব ফিল্ম ইন্ডাস্ট্রিতেই রয়েছে এই ভেদাভেদ। কিন্তু অবশেষে এখন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রবীনা টন্ডন এই বিষয় মুখ খুলেছেন। তিনি এই ভেদাভেদের বিষয় তীব্র প্রতিবাদ জানিয়ে প্রশ্ন তুলেছে যে এটা কী মেয়েদের প্রতি ঠিক বিচার করা হচ্ছে ?

বলিউড অভিনেত্রী রবীনা টন্ডন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় বলেছেন- “আমি মিডিয়াকেও জিজ্ঞাসা করেছি, কেন অভিনেতা ও অভিনেত্রীদের বিচারের আলাদা মানদণ্ড থাকবে? যখন আমির খান ২-৩ বছরের বিরতি নিয়ে আবার কাজে ফিরলেন, সেটাকে ‘কামব্যাক’ বলা হল না।

বলা হবে না, ‘৯০-এর দশকের সুপারস্টার আমির এখন আমাদের সঙ্গে রয়েছেন’। অনেক প্রতিবেদনে বরং দেখি, ‘৯০-এর দশকের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত এখন এই সব করছেন। কী ভাবে প্রতিনিয়ত এই দৃষ্টিভঙ্গিকে সমর্থন করা হচ্ছে? সলমন খান বা সঞ্জয় দত্তের বয়স নিয়ে এ ধরনের কথা হওয়ার সম্ভাবনা নেই কিন্তু!”

রবীনা সঙ্গে সংবাদ মাধ্যমের কথোপকথন চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা ‘পঙ্কজ ত্রিপাঠী’ । তিনি এই কথার বিষয় ঢুকে পরে মন্তব্য করেন যে এখন ওটিটি-এর যুগে স্টারডম গুরুত্বপূর্ন নয় এখন গুরুত্বপূর্ন বস্তু হলো ভালো কন্টেন্ট। কোন ছবি কত ব্যবসা করলো সেটা ইম্পর্টেন্ট নয়। পঙ্কজ ত্রিপাঠী বলেন- “কার সিক্স প্যাক আছে, আর কার নেই— এ সব আর দেখা হয় না। অবশ্যই এটা বড় পর্দায়ও গুরুত্ব পাওয়ার কথা নয়।

Leave A Reply

Your email address will not be published.