অভিনেত্রী শ্রাবন্তী ও কৌশনি বর্তমানে একসঙ্গে পাহাড়ে গেছেন। তারা দুজনেই এই ট্রিপে গিয়ে খুব আনন্দ উপভোগ করছেন ও সেইসব মুহূর্তের ফটো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সাথে শেয়ারও করছেন।
ইতিমধ্যে তারা বলিউড ফিল্ম ‘লিগার’-এর জাওয়ানি আফত গানে একটি রিলস নাচের ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এই ভিডিওটি খুব পছন্দ করছে ভক্তরা।
এছাড়া শ্রাবন্তীর ইন্সটা প্রোফাইলে পাহাড়ের বিভিন্ন ছবি দ্বারা ভরে উঠেছে। আর শ্রাবন্তী পাহাড়ে কয়েটি পারফেক্ট পোজে ফটো তুলে ছবি পোস্ট করেছেন যে দেখে ভক্তরা মুগ্ধ হয়ে যাচ্ছে। শ্রাবন্তীর লুক একদম পারফেক্ট উইন্টার ফ্যাশন মডেলের মতো।
শ্রাবন্তী ফটো গুলি শেয়ার করার পর মুহূর্তে ভরে গেছে শ্রাবন্তীর কমেন্ট বক্স ও ভক্তরা অনেক প্রশংসা করেছে তার লুকের। আর শ্রাবন্তী অনেক পরিশ্রম করে নিজের ওজন কমিয়েছে তা পরিষ্কার বোঝা যাচ্ছে ছবিতে। তবে কৌশনিও শ্রাবন্তীর থেকে কোনো অংশে কম যাচ্ছে না।
সম্প্রতি কৌশনি তার পাহাড় ভ্রমণের সময়ের একটি হট ও বোল্ড লুকের ফটো ইনস্টাগ্রামে শেয়ার করেছেন যেখানে তার প্রেমিক অভিনেতা বনি কমেন্ট করে লিখেছেন ‘হ্যালো হটি’। প্রেমিকের পাল্টা উত্তরে কৌশনি লিখেছে ‘থ্যাংকস লাভ’।
এই দুই অভিনেত্রী পাহাড়ে ঘুরতে নয় বরং তাদের আসন্ন ফিল্ম ‘হাঙ্গামা ডট কম’-এর শুটিংয়ের কাজে গেছেন। এর আগে কিছুদিন এই ফিল্মের শুটিং হয়েছিল কলকাতাতে। এক অন্যরকম ফিল্ম দর্শকদের উপহার দিতে চলেছেন ডাঃ কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়৷ তাঁর পরিচালনায় আসছে’হাঙ্গামা ডট কম’। ফিল্মে মুখ্য চরিত্রে রয়েছেন দুইজোড়া অভিনেতা ৷