The news is by your side.

মোদীর সঙ্গে ডিনার করতে চান ক্যাটরিনা!

0 628

 

প্রধানমন্ত্রী পদে দ্বিতীয় বারের জন্য শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদী। তাঁর জনপ্রিয়তা এখন আকাশছোঁয়া। এর মধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে ডিনার করার ইচ্ছে প্রকাশ করলেন বলি নায়িকা ক্যাটরিনা কইফ। সম্প্রতি এক সাক্ষাত্কারে বিনা দ্বিধায় স্বীকার করেন এ কথা।

ক্যাটরিনা কাছে জীবিত অথবা মৃত, তিন ব্যক্তির নাম জানতে চাওয়া হয়। যাঁদের সঙ্গে ডিনারে যেতে চান। নায়িকা উত্তর দেন, ‘‘মেরিলিন মনোরো, নরেন্দ্র মোদী এবং কনডোলিজা রাইস।’’

যদিও কেন এই তিন ব্যক্তির নাম বললেন, তার ব্যখ্যা দেননি ক্যাটরিনা। কিন্তু মোদীর নাম বলার পর নায়িকার রাজনৈতিক পরিচিতি নিয়ে চর্চা শুরু হয়েছে নানা মহলে।

আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’-এ দীর্ঘদিন পরে বড়পর্দায় ফিরছে সলমন-ক্যাটরিনা জুটি। আসন্ন ইদে মুক্তি পাবে ছবিটি। ফের তাঁদের রোম্যান্স দেখার সুযোগ পাবেন দর্শক। এটি একটি কোরিয়ান ছবির রিমেক। যেখানে একজন সাধারণ মানুষের জীবন, জার্নির মধ্যে দিয়ে দেখানো হবে ভারতের ইতিহাস।

 

Leave A Reply

Your email address will not be published.