The news is by your side.

স্পোর্টস ব্রা পরে বোল্ড লুকে ধরা দিলেন আরবাজ প্রেমিকা জর্জিয়া  

0 116

বিবাহিত জীবনে বিচ্ছেদের পর নতুন করে আবারো সম্পর্কে জড়িয়েছেন বলিউড ভাইজানের ভাই আরবাজ খান ও মালাইকা আরোরা।

মালাইকা আরোরা আপাতত অর্জুন কাপুরের সাথে চুটিয়ে প্রেম করছেন, সময় কাটাচ্ছেন একান্তে। অন্যদিকে আরবাজ খানও প্রেম করছেন তার সুন্দরী প্রেমিকা জর্জিয়া এন্দ্রেয়ানির সাথে।

জর্জিয়া এন্দ্রেয়ানি সোশ্যাল মিডিয়ার পাতায় ভীষণভাবে সক্রিয়। তিনি প্রায়ই একাধিক ছবি কিংবা ভিডিও শেয়ার করে থাকেন নেটমাধ্যমে। তিনি যে যথেষ্ট বোল্ড একজন মডেল এবং অভিনেত্রী, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় আবারো নিজের বোল্ড লুকের সূত্র ধরেই চর্চায় তিনি। টাইট কালো স্পোর্টস ব্রা ও নীল শটসে গলায় তোয়ালে নিয়েই রাতের মুম্বাই শহরের রাস্তায় পাপারাজিৎদের ক্যামেরাবন্দি হয়েছেন। এই মুহূর্তে নিজের সেই জিম লুককে কেন্দ্র করেই চর্চায় তিনি।

শরীর সচেতন আরবাজ প্রেমিকা। প্রতিনিয়ত শরীরচর্চাও করে থাকেন তিনি, সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। সাম্প্রতিক ভাইরাল হওয়া ছবিগুলি দেখে বোঝা গিয়েছে তিনি শরীরচর্চার শেষেই ফিরছিলেন, আর সেইসময়ই পাপারাজিৎদের ক্যামেরায় ধরা দিয়েছিলেন তিনি।

এই মুহূর্তে নিজের সেই লুকই তাকে নিয়ে চর্চা হওয়ার কারণ। উল্লেখ্য তথ্য অনুযায়ী, ১৮’ই নভেম্বর জর্জিয়ার নতুন মিউজিক ভিডিও ‘দিল জিসে জিন্দা হ্যায়’ মুক্তি পেতে চলেছে।

নিজের এই আসন্ন মিউজিক ভিডিওর জন্য উচ্ছ্বসিত রয়েছেন তিনিও, সেকথা অবশ্য নিজেই উল্লেখ করেছেন জর্জিয়া। আপাতত তার এই মিউজিক ভিডিওর অপেক্ষায় রয়েছেন তার ভক্তরাও।

 

Leave A Reply

Your email address will not be published.