‘শানদার শুক্রবার’ এপিসোডে হাজির হয়েছিলেন দীপিকা পাড়ুকোন ও ‘ওম শান্তি ওম’পরিচালক ফারহা খান। শো চলাকালীন অমিতাভ বচ্চনের একটি প্রশ্নের জবাবে নিজের মানসিক অবসাদের কথা সরাসরি তুলে ধরেন নায়িকা।
সনি’র ইনস্টাগ্রাম থেকে মুক্তি পাওয়া সাম্প্রতিকতম প্রমোর ভিডিওতে দীপিকার জীবনেরএক কঠিন অধ্যায়ের কথা বলতে দেখা গেল প্রকাশ-কন্যাকে।
ভিডিওতে অমিতাভ তার অতিথিদের কাছে এই খেলায় অংশ নেওয়ার কারণ জানতে চান।
দীপিকার জীবনের একটি দীর্ঘ সময় মানসিক অবসাদে কেটেছে। অমিতাভের প্রশ্নের উত্তরে নিজের জীবনের সেই সময়ের কথা বলেন তিনি। অবসাদ কাটিয়ে ওঠার পরেই তিনি একটি সংগঠন তৈরি করেন, যার সূত্রে তিনি মানসিক অসুস্থতা এবং সার্বিক ভাবে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করে চলেছেন।
নিজের জীবনের সেই কঠিন সময়ের কথা বলতে গিয়ে দীপিকা বলেন, “কাজে যেতে ইচ্ছে করত না আমার। কোথাও যাওয়ার, কারও সঙ্গে দেখা করার কোনও ইচ্ছে ছিল না। জানি না আমার এইটা বলা উচিত হবে কি না, কিন্তু নিজের মধ্যে বার বার বেঁচে থাকার তাগিদের অভাব অনুভব করেছি আমি।”