১৯৩৪, প্রথম বিশ্বকাপ খেলে স্পেন। সেরা সাফল্য আসে দক্ষিণ আফ্রিকায় ২০১০ সালে বিশ্বকাপ জয়ে। আর সেটাই ছিল স্প্যানিশ ফুটবলের টার্নিং পয়েন্ট। এমনটাই মনে করেন স্পেনের হয়ে তৃতীয় বিশ্বকাপে খেলতে যাওয়া জর্দি আলবা।
কোচ লুইস এনরিকের আস্থার প্রতিদান দিতে চান ৩৩ বছর বয়সী আলবা। বিশ্বকাপে দল ও নিজের ভাবনা নিয়ে ফুটবল পোর্টাল ফিফা প্লাসের সঙ্গে কথা বলেছেন এই বার্সা লেফটব্যাক।
নিজেদের সর্বোচ্চ পজিশনে থেকে ২০১০ সালে বিশ্বকাপ খেলে চ্যাম্পিয়ন হয় স্পেন। তার এক বছর পরই জাতীয় দলে জায়গা পান জর্দি আলবা। কেমন ছিল তাঁর চোখে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ, ‘এই বিশ্বকাপই ছিল স্প্যানিশ ফুটবলের জন্য টার্নিং পয়েন্ট। সে দলের স্কোয়াড়, টিম স্প্রিট ছিল অসাধারণ। আমি ওই সময় ইউরো খেলতাম এবং সেখানেই চ্যাম্পিয়ন দলের অনেকের সঙ্গে আমার দেখা হতো। এর পরই আমারও সুযোগ আসে জাতীয় দলের হয়ে খেলার।’
২০১৮ রাশিয়া বিশ্বকাপের পর তরুণ দল গড়ল স্পেন, ‘রাশিয়া বিশ্বকাপের পর দলে অনেক তরুণ খেলোয়াড় এসেছে। তারা ভালো কিছু করার জন্য মুখিয়ে আছে। সঙ্গে কিছু অভিজ্ঞ খেলোয়াড় তো আছেই।
আমি মনে করি আমাদের দলটা দারুণ হয়েছে এবং দলের জন্য সবাই তাদের সর্বোচ্চটা দিয়ে খেলবে।’ লুইস এনরিখের নতুন স্পেন আক্রমণাত্মক ফুটবলই খেলবে, ‘ইউরো, লা লিগা কিংবা বিশ্বকাপ আমরা সব সময় আক্রমণাত্মক খেলা পছন্দ করি। সুতরাং কোচের কাছে আমাদের আইডিয়া পরিস্কার। অনুশীলনের সময় কোচও আমাদের সেভাবেই খেলার জন্য সাহায্য করেন।’
তরুণ কোন প্লেয়ারের দিকে বিশেষ নজর থাকবে স্পেনের, ‘ভাগ্যক্রমে আমাদের দলে অনেক প্লেয়ার, যাদের লক্ষ্য অনেকদূর যাওয়া- এর মধ্যে পেড্রি, গাভি, এরিখ এবং আনসু অন্যতম। আমি মনে করি, সবাই ভালো এবং সবাই জানে তাদের কী করতে হবে। বিভিন্ন ক্লাব থেকে আসা প্লেয়ারও দ্রুতই উন্নতি করছে এবং তাদের সামর্থ্য তারা এরই মধ্যে জাতীয় দলে দেখিয়েছে।’