The news is by your side.

খোলামেলা পোশাকে তাপমাত্রার পারদ চড়িয়েছেন তৃনা সাহা

0 149

খড়কুটো – স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক। সন্ধে সাড়ে সাতটা বাজলেই দর্শকদের ড্রয়িংরুম থেকে ভেসে আসে খড়কুটোর আওয়াজ।

গুনগুন আর বাবিনের প্রেম এখন জমে ক্ষীর আর তা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন দর্শকরা।

তবে এই ঘরোয়া ইমেজের গুনগুন সম্প্রতি একেবারে অন্য অবতারে উপস্থিত হয়ে নেট দুনিয়ায় দারুন শোরগোল ফেলে দিয়েছেন।

গুনগুন ওরফে তৃনা সাহা সম্প্রতি নয়া লুকে ঝড় তুললেন সোশ্যাল মিডিয়ায়।

লুকোছাপা রাখঢাক বরাবর অপসন্দ অভিনেত্রীর, বরং ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি ভক্তদের সাথে শেয়ার করে নিতে ভালোবাসেন তৃণা। সম্প্রতি তিনি শেয়ার করেছেন তার ভিন্ন মুডের ছবি।

এমনিতেই গরমের তীব্র দাবাদহে হাঁসফাঁস অবস্থা বঙ্গবাসীর তারমধ্যে হটলুকে খোলামেলা পোশাকে অবতীর্ণ হয়ে তাপমাত্রার পারদ চড়িয়েছেন তৃণা।

নিজের হট লুকের একটি ছবি পোস্ট করেছেন টলিপাড়ার এই জনপ্রিয় অভিনেত্রী যেখানে তিনি ধরা দিয়েছেন পার্পেল রঙের একটি ভেলভেট পোশাকে। ভেলভেট পোশাকে পাখনা সদৃশ অংশে যেন পরীর মতোন হয়ে উঠেছিলেন।

পার্পল রঙের ভেলভেট গাউন আর সঙ্গে ট্রান্সপারেন্ট টপে আগুন ধরিয়েছেন অভিনেত্রী। একদম মিনিমাম মেকআপ, মানানসই অল্প জুয়েলারিতে এদিন মোহময়ী লুকে আকর্ষণীয় হয়ে উঠেছিলেন তৃণা সাহা। এইরকম হট স্টানিং লুকে অভিনেত্রীকে দেখে অনুরাগীদের যে চোখ সরছে না তার প্রমান কমেন্টবক্স।

আগামীতে আরো ছবিতে দেখা যেতে চলেছে ছোটপর্দার গুনগুনকে। “ইস্কাবনের বিবি” ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে।

এছাড়াও শ্রীজিৎ মুখার্জী “লহ গৌরাঙ্গ নাম রে” সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করবেন তৃণা।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.