চলতি মাসের ৫ তারিখ থেকে গাজীপুরের সোহাগপল্লীতে শুরু হয় বদিউল আলম খোকন পরিচালিত‘আগুন’- সিনেমার শুটিং। অংশ নিয়েছেন শাকিব খান ও জাহারা মিতু।
শুটিং-এর একটি ছবি পোস্ট করে অভিনেত্রী মিতু লিখেছেন ‘মেয়েটির নাম সুইটি। যাকে আমি ধারণ করছি গত দুইটি বছর……’ আগুন ছবিতে তার চরিত্রের নাম সুইটি।
মিতু বলছেন, ‘আগুন এর শেষ পর্যায়ের শুটিং চলছে। দুই বছর ধরে মনে প্রাণে সুইটি হয়ে অপেক্ষা করেছি। অবশেষে ছবিটির শুটিং শেষ হচ্ছে। আশা করি আগুন দর্শকদের কাছে উপভোগ্য হবে। ’
ছবিটির মাধ্যমে শাকিব খানের সঙ্গে কাজের সুযোগকে বড় পাওয়া বলেও মনে করেন বলে জানালেন মিতু।
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতা থেকে আসা জাহারা মিতুকে নিয়ে ‘আগুন’ ছবিতে জুটি বাঁধেন শাকিব খান। কিন্তু ছবিটির শেষ পর্যায়ে এসে শুটিং থমকে ছিল। অবশেষে ছবিটির শেষ পর্যায়ের শুটিং শুরু হলো গাজীপুরে।
টানা ছয় দিন চলবে আগুনের শুটিং। এর মধ্যে তিনদিন শেষ। বাকি আছে আর তিন দিনের কাজ। এরপরই সম্পাদনের টেবিলে যাবে ছবিটি। নতুন বছরের শুরুর দিকে ছবিটি মুক্তির দিনক্ষণ ঠিক করা হবে।
সিনেমাটিতে শাকিব-মিতু ছাড়া আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, সুচরিতা, সাদেক বাচ্চু, রেবেকা রউফ, আফজাল শরীফ, সুব্রত প্রমুখ।