নির্মলেন্দু গুণ
এই ছবিটি আজই দেখতে পেলাম। জাপানপ্রবাসী লেখক প্রবীর বিকাশ সরকার আজকে ওর ফেসবুক ওয়ালে ছবিটি পোস্ট করেছেন। ছবিটি ওরই তোলা।
আমি দ্বিতীয়বার ( ২০০৩) জাপানে গিয়ে খুব শীতের মুখে পড়েছিলাম। তখন জাপান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শেখ এমদাদ আমাকে একটি সুয়েটার ও একটি লংকোট কিনে দিয়েছিলো।
ঐ লংকোট গায়ে পরে আমি যখন জাপানের পথে বেরুতাম, তখন জাপানীরা আমাকে অবাক হয়ে দেখতো।
আমার জাপানপ্রবাসী বন্ধুদের কাছে জাপানী ভাষায় তাঁরা জানতে চাইতো– রবীন্দ্রনাথ কি এখনও বেঁচে আছেন?
আজ থেকে বিশ বছর আগে তোলা ছবিতে আমাকে তো দেখি আরও বুড়ো এবং সুন্দর মনে হচ্ছে। আরও বেশি রবীন্দ্রনাথবৎ লাগছে আমাকে।
ছবিটির পটভূমিতে চেরীফুল ও খালের দৃশ্য দেখে মনে হচ্ছে ছবিটি জাপানের প্রাচীন রাজধানী কিটোতেও তোলা হয়ে থাকতে পারে। সেক্ষেত্র ছবিটির চিত্রগ্রাহক হবেন সিজৌকার ভাষাস্কুলের মালিক সুয়েৎসুগো।
তিনি আমাকে কিটো এবং মহান আমেরিকার মহান সৃষ্টি হিরোশিমা দেখাতে নিয়ে গিয়েছিলেন।