The news is by your side.

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

0 147

 

কক্সবাজার অফিস

ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কক্সবাজারে ছাদ থেকে পড়ে মুসা (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার শহরের তারাবনিয়াছড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোর কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের মোহাম্মদ নুরুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শাহাবুদ্দীন সিকদার।

তিনি জানান, ফুটবল বিশ্বকাপ সামনে রেখে পতাকা কিনে আনে মুসা। বিকেলে পরিবারের সবাই যখন ঘুমাচ্ছিলেন তখন মুসা পতাকা টাঙাতে গিয়ে তিন তলার ছাদ থেকে পড়ে অজ্ঞান হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মুছাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে ছাদ থেকে পড়ে একজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

Leave A Reply

Your email address will not be published.