নির্মলেন্দু গুণ
জীবন যেন অমোঘ মৃত্যুরই ছদ্মবেশ। মৃত্যুকে মানি, সম্মান করি। কিন্তু জীবন কী, তা বোঝার আগেই কোনো শিশুর মৃত্যুকে মানতে পারি না। সম্মান জানানো তো দূরের কথা।
নিষ্পাপ শিশুর মৃত্যু ঈশ্বরের বিচারিক ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে এবং তাঁর অস্তিত্ব সম্পর্কে মানবচিত্তকে সন্দিহান করে তোলে।