কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ‘বিশেষ অভিযান’ চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত আসামিসহ ১৯ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৮) সদস্যরা।
রবিবার মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত উখিয়ার পালংখালী ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ৮ নাম্বার এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ।
মো. ফারুক আহমেদ জানান, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ক্যাম্প-১৪ এ অভিযান চালানো হয়। অভিযানে রোহিঙ্গা উখিয়ার পালংখালী ১৪ নাম্বার ক্যাম্প থেকে ১৯ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। এসময় তাদের কাছ থেকে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
উল্লেখ্য, চলতি মাসে বিভিন্ন সন্ত্রাসী হামলায় রোহিঙ্গা ক্যাম্পে এক শিশু ও দুইজন মাঝিসহ সাতজন নিহত হন। ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ‘অপারেশন রুট আউট’ নামে এই অভিযান শুরু হয়।
এর আগে, গত শুক্রবার রাত ১২টার দিকে ওই ক্যাম্পের ১৩, ১৭, ১৮, ১৯, ২০ ও ২০ এক্সটেনশনে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামি ৪১ রোহিঙ্গাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।