The news is by your side.

আসলে এমন দেখতে ইরানের জোম্বি ?

0 242

আসলে কেমন দেখতে জোম্বি! ছবি যেমনটা প্রকাশ্যে এসেছিল, যা দেখে শিউরে উঠেছিলেন সকলে, তবে কি তেমনটাই? নাহ, তিনি নিজেই জানিয়েছেন, ভয়ানক, শিউরে ওঠার মত যে ছবি তিনি ইন্সটাগ্রামে দিয়েছিলেন তা ছিল অ্যাঞ্জেলিনা জোলির একটি ছবির কম্পিউটার এফেক্টেড ভার্সন।

তিনি একাধিক অপারেশন করিয়েছেন ঠিকই, কিন্তু ওই ছবির মতো দেখতে হয়ে যাননি। জেল থেকে ছাড়া পেয়ে এবার নিজের ছবি প্রকাশ্যে এনেছেন তিনি।

ঘটনার সূত্রপাত বছরখানেক আগে। শাহর, অ্যাঞ্জেলিনা জোলির ছবি বিকৃত করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন। ভাবাবেগে আঘাত দেওয়ার কারনে তাঁর কারাবাসও হয়েছিল। মাসকয়েক আগে তিনি ছাড়া পেয়েছেন জেল থেকে। তারপরেই তিনি সামাজিক মাধ্যমে এসে জানিয়েছেন খ্যাতি পাওয়ার জন্য তিনি ভুল করে ফেলেছেন।

নিজের আসল মুখ ক্যামেরার সামনে এনেছেন তিনি। স্বীকার করে নিয়েছেন, ছবি ছিল অতিরঞ্জিত এবং কম্পিউটার এফেক্টেড। একই সঙ্গে জানিয়েছেন, তিনি নিজেও বেশ কয়েকটি অপারেশন করিয়েছেন, তবে তাতে তাঁর অবস্থা এরকম হয়নি।

Leave A Reply

Your email address will not be published.