The news is by your side.

বিজেপির হয়ে মথুরা থেকে নির্বাচনে দাঁড়াবেন : কঙ্গনা

রাজনীতিতে পা রাখতে চান অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

0 121

বরাবরই তিনি গেরুয়া শিবিরের সমর্থনে সরব হয়েছেন। গত কয়েক মাস ধরে তাঁকে ঘিরে জল্পনাও ছিল তুঙ্গে। এবার জনসমক্ষে নিজের ইচ্ছের কথা জানালেন কঙ্গনা। এক সংবাদমাধ্যমের আলোচনা সভায় বললেন, বিজেপির টিকিট পেলে আসন্ন লোকসভা ভোটে লড়তে চান তিনি।

হিমাচলের মেয়ে কঙ্গনা। অভিনয়ের জগতে পা রাখার পর থেকে মুম্বইয়েই থাকেন তিনি। লকডাউনের মধ্যে হিমাচলে নিজের নতুন বাড়ি বানিয়েছেন। নতুন বাড়ির একগুচ্ছ ছবিও কয়েক মাস আগে তিনি পোস্ট করেছিলেন। আলোচনা সভায় কঙ্গনা এও জানিয়েছেন, বিজেপি টিকিট দিলেই হিমাচল প্রদেশের মাণ্ডি লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়তে চান। তবে কি রাজনীতিতে আসার জন্যেই হিমাচলে জনসংযোগ গড়তে শুরু করেছেন অভিনেত্রী!

উল্লেখ্য, গুঞ্জন রটেছিল, বিজেপির হয়ে মথুরা থেকে নির্বাচনে দাঁড়াবেন কঙ্গনা। সে বিষয়ে আবার তীব্র প্রতিক্রিয়া দেন অভিনেত্রী ও মথুরার সাংসদ হেমা মালিনী। “মথুরার মানুষরা যে সিনেমার অভিনেতাদের পছন্দ করেন সেটা তো ভালই। হয়তো কোনওদিন রাখি সাওয়ান্তও যোগ দেবেন”, কটাক্ষ করে এমন কথাই বলেছিলেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.