The news is by your side.

পারমাণবিক মহড়া চালাবে রাশিয়া

0 156

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চলছে। এর মধ্যেই পারমাণবিক মহড়া চালাবে রাশিয়া।এমন পরিকল্পনার কথা যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে মস্কো।

মঙ্গলবার রাশিয়ার এ পদক্ষেপের তথ্য জানিয়েছে ওয়াশিংটন। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া তার পারমাণবিক বাহিনীর বার্ষিক মহড়া চালানোর পরিকল্পনা সম্পর্কে যুক্তরাষ্ট্রকে অবহিত করেছে বলে জানিয়েছে মার্কিন সরকার।

এ বিষয়ে যুক্তরাষ্ট্র বলেছে, রাশিয়া তার কৌশলগত পারমাণবিক বাহিনীর বার্ষিক অনুশীলনের সময় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে বলে ওয়াশিংটন আশা করছে। অতীতে এ ধরনের মহড়ার সময় রাশিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।

মার্কিন কর্মকর্তারা বলছেন, কৌশলগত অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি (এসটিএআরটি) বা নতুন স্টার্ট চুক্তির অধীনে রাশিয়া এ ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আগাম তথ্য যুক্তরাষ্ট্রকে দিতে বাধ্য। এ চুক্তিটি পরমাণু চুক্তি বা স্টার্ট বলে পরিচিত।

মার্কিন বিমানবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, যুক্তরাষ্ট্রকে অবহিত করা হয়েছে এবং যেমনটি আমরা আগেও দেখেছি, এটি রাশিয়ার নিয়মিত বার্ষিক মহড়া।

রাশিয়া সাধারণত বছরের এ সময়ে বড় পারমাণবিক মহড়া চালিয়ে থাকে। এবারের মহড়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণও অন্তর্ভুক্ত থাকবে বলে ধারণা করছেন পশ্চিমা কর্মকর্তারা।

রাশিয়ার পারমাণবিক বাহিনী সর্বশেষ মহড়া চালিয়েছিল ফেব্রুয়ারি মাসে। ইউক্রেনে আক্রমণের অল্প কয়েক দিন আগে এ মহড়া চালানো হয়েছিল।

Leave A Reply

Your email address will not be published.