The news is by your side.

ছদ্মবেশে ঘোরা পুতিনের নিউক্লিয়ার ট্রেনের হদিস পাননি আমেরিকার গোয়েন্দারা

0 145

পরমাণু অস্ত্র ছোড়ার কথা মনে এলে অনেকেই ভাবেন যে, আকাশপথে জেটবিমান থেকে উড়ে এসে শত্রুপক্ষের মাটিতে গিয়ে পড়বে সেটি। যার অভিঘাতে ধ্বংস হয়ে যাবে বিস্তীর্ণ এলাকা। ক্ষয়ক্ষতির মুখে পড়বেন অগণিত বাসিন্দা। তবে পুতিনের অস্ত্রাগারে যেটি ‘নিউক্লিয়ার ট্রেন’ নামে পরিচিত, তা নাকি চলে রেলপথে।

ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, পরমাণু অস্ত্রসম্ভার সাজাতে পশ্চিমি দেশগুলি যখন উন্নত প্রযুক্তির সাহায্য নিয়েছে এবং সে জন্য বিপুল পরিমাণ অর্থব্যয় করেছে, সে সময় নিজস্ব পদ্ধতিতে এগিয়েছে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। পরমাণু অস্ত্রবহনের জন্য জেটবিমান বা স্যাটেলাইট রকেটের পরিবর্তে একটি পুরনো দিনের ট্রেনের উপরেই নাকি ভরসা রেখেছে তারা।

অক্টোবরের গোড়ায় ইউক্রেনের মাটিতে রুশদের একের পর এক শহর দখলের মধ্যেই ব্রিটিশ সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, পুতিনের ‘নিউক্লিয়ার ট্রেন’টি মস্কোর কাছে দেখা গিয়েছে। রাশিয়ার ১২তম মুখ্য অধিদফতরের সে ট্রেনটি নাকি প্রতিরক্ষা মন্ত্রকের এক গুপ্ত ইউনিটের মালিকানাধীন।

সম্প্রতি ওই ট্রেনটিকে ক্রেমলিনের উত্তর দিকে এগোতে দেখা গিয়েছে বলেও দাবি ব্রিটিশ সংবাদমাধ্যমের । যদিও তার গন্তব্য নিয়ে বিশেষ কিছু জানা যায়নি। তবে তাতে একটি কামান-সহ অস্ত্রবোঝাই গাড়ি উঠতে দেখা গিয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম দাবি করেছিল।

পুতিনের এই অস্ত্রটি দেখতে নাকি আর পাঁচটা সাধারণ ট্রেনেরই মতো। বস্তুত, পশ্চিমি দুনিয়ার কাছে ট্রেনটি পরিচিত ‘আরটি-২৩ মোলোডেতস’ নামে। রুশ ভাষায় ‘মোলোডেতস’-এর আক্ষরিক অর্থ ‘সাহসী মানুষ’।

ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, রাশিয়া জুড়ে ঘুরেফিরে বেড়ালেও ‘আরটি-২৩ মোলোডেতস’কে প্রায় চিহ্নিত করা সম্ভব নয়। সে জন্য এটি ‘ভূতুড়ে নিউক্লিয়ার ট্রেন’ বলেও পরিচিতি পেয়ে গিয়েছে।

কতটা ধ্বংসাত্মক ক্ষমতাধারী এ ট্রেন? ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, আমেরিকার উপকূলবর্তী এলাকার গোটাটাই ধ্বংস করে দিতে পারে এই ট্রেনটি।

‘ফাউন্ড অ্যান্ড এক্সপ্লেনড’ নামে একটি ইউটিউব চ্যানেলের দাবি, এই ‘নিউক্লিয়ার ট্রেন’টি রাশিয়া জুড়ে ক্রমাগত ঘুরতে থাকে। দৈনিক ১,৬০৯ কিলোমিটার সফর করে এই ট্রেনটি।

ইউটিভিব চ্যানেলের আরও দাবি, রাশিয়ার প্রায় সবক’টি পরমাণুকেন্দ্রকে চিহ্নিত করতে সক্ষম হলেও এই ট্রেনের হদিস পাননি আমেরিকার গোয়েন্দারা। এটি যে অতি সাধারণ ট্রেনের ‘ছদ্মবেশে’ ঘোরাফেরা করছে!

এই ট্রেনটি নাকি টানা ২৮ দিন ধরে নিজে থেকেই ঘোরাফেরা করতে সক্ষম। এমনকি, রাশিয়ার বিদ্যুৎব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে গেলেও এ ট্রেনের গতি কমে না।

আশির দশকে তৎকালীন সোভিয়েতের ইউক্রেনে ইউঝনোয়ে ডিজ়াইন ব্যুরো এই ট্রেনের নকশা তৈরি করেছিল। এতে রয়েছে ৩টি করে লোকোমোটিভ এবং ওয়াগন। সঙ্গে রয়েছে ৪টি রেলকার।

এতে রয়েছে ১০টি এমআইআরভি ওয়ারহেড (যার মাধ্যমে পরমাণু ক্ষেপণাস্ত্র ছোড়া সম্ভব), যা থেকে ৫৫০ কিলোটিএনটি বিস্ফোরণ ঘটানো যায়। এমনকি, ট্রেনের মধ্যে উঁচু হয়ে দাঁড়িয়ে থাকা ওই ওয়ারহেডগুলি থেকে যে কোনও চলমান জাহাজ বা ডুবোজাহাজে ক্ষেপণাস্ত্রও ছোড়া যায়। মস্কোর সবুজ সঙ্কেত পেলে মাত্র ৩ মিনিটেই নাকি এটি পরমাণু ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম।

 

 

 

Leave A Reply

Your email address will not be published.