রোববার দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেস অধিবেশনে তাকে নির্বাচিত করা হয়।
পার্টির প্রতিষ্ঠাতা মাও সেতুংয়ের পর শি জিনপিং চীনের সবেচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর শি জিনপিং বলেন, বিশ্বের চীনকে প্রয়োজন। আমাদের ওপর আস্থা রাখার জন্য পুরো পার্টিকে আন্তরিকভাবে ধন্যবাদ।
চীনের প্রেসিডেন্ট হিসাবে তৃতীয় মেয়াদে শি জিনপিংয় নির্বাচিত হলেও আগামী বছরের মার্চে চীনা সরকারের বার্ষিক আইনসভা অধিবেশনের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
চীনে কোনো ব্যক্তি আগে সর্বোচ্চ ২ মেয়াদে প্রেসিডেন্ট পদে দায়িত্বপালন করতে পারতেন। তবে ২০১৮ সালে এই নিয়ম বাতিল হওয়ায় শি জিনপিংয়ের তৃতীয় মেয়াদে ক্ষমতায় আরোহণ নিশ্চিত হলো।