The news is by your side.

ইতালি ও জার্মানিতে রুশ নাগরিকদের গ্রেফতার, রাশিয়ার নিন্দা

বিদেশে আটক রুশ নাগরিকদের সুরক্ষায় মস্কো সব ধরনের ব্যবস্থা নেবে

0 150

যুক্তরাষ্ট্রের অনুরোধে ইতালি ও জার্মানিতে বেশ কয়েকজন রুশ নাগরিককে গ্রেফতার করা হয়েছে বলে খবর দিয়েছে বিশ্ব গণমাধ্যম। এমন খবরের পর এই ঘটনার নিন্দা জানিয়েছে রাশিয়া।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার বলেছেন, ‘আমরা পুরোপুরিভাবে এই ধরনের ঘটনার বিপক্ষে। রাশিয়ার নাগরিকদের এভাবে গ্রেফতার করার ঘটনায় নিন্দা জানাচ্ছি।’

বিদেশে আটক রুশ নাগরিকদের সুরক্ষায় মস্কো সব ধরনের ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পেসকভ।

এর আগে শুক্রবার রাশিয়ার ইতালি দূতাবাস ফেসবুক পোস্টে জানায়, ‘যুক্তরাষ্ট্রের অনুরোধে রাশিয়ান নাগরিককে ১৭ অক্টোবর মিলান ম্যালপেনসা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে।’

আর জানা গেছে, যুক্তরাষ্ট্রের অনুরোধে জার্মানি ও ইতালি থেকে ৫ রুশ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে গত ১৭ অক্টোবর। তাদের মধ্যে দুজন তেল ব্যবসাীও রয়েছেন, যারা ভেনিজুয়েলায় জ্বালানি তেল বিক্রি করতেন।

মার্কিন বিচার বিভাগ গত বুধবার তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অমান্য করে তেল ব্যবসা ও অর্থপাচারের চার্জ গঠন করে।এ মামলায় দোষী সাব্যস্ত হলে তাদের কমপক্ষে ৩০ বছরের কারাদণ্ড হতে পারে।

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.