বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। নিপুণ অভিনয়ের মাধ্যমে দর্শকে হৃদয়ে আজও তার জন্য ভালোবাসা অফুরন্ত। এখন অভিনয়ে খুব বেশি একটা নিয়মিত না তিনি। তবে বাইরে বের হলে শত শত ক্যামেরা এখনও তার পিছু ছুটে যায়। তবে সম্প্রতি বেশ তোপের মুখে পড়েছেন এই অভিনেত্রী। যা অন্তর্জালে সমালোচনার ঝড় বইছে।
একটি ভিডিওতে দেখা যায়, ব্যাগ হাতে মার্কেট থেকে বের হচ্ছেন অভিনেত্রী কাজল। ফুটপাতে পা রাখতেই এক পথশিশু এসে কাজলের কাছে টাকা চেয়ে বসে। কাজল ছোট মেয়েটির মাথায় হাত বোলাতে বোলাতে হাঁটতে থাকেন। একপর্যায়ে গাড়িতেও উঠে যান। কিন্তু মেয়েটি গাড়ির দরজায় টোকা দিয়ে টাকা চাইতে থাকে। তারপর দরজা খুলে মেয়েটিকে কিছু অর্থ দেয় কাজল।
মেয়েটি টাকা নেওয়ার পর ছোট এক ছেলে আসে। ততক্ষণে গাড়ির দরজা বন্ধ করে দিয়েছেন কাজল। ছেলেটি দরজার কাচে টোকা দিয়ে টাকা চাইতে থাকে। কিন্তু এবার আর টাকা না দিয়ে হাত নাড়িয়ে গাড়ি নিয়ে চলে যান কাজল।
কাজল কেন ছেলেটিকে টাকা দিলেন না? তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। এ নিয়ে ট্রলের মুখে পড়েছেন এই অভিনেত্রী। কেন সুপারস্টার হয়েও পথশিশুদের টাকা দিতে পারলেন না।