ইউক্রেনে অনবরত হামলা চালিয়েছে যাচ্ছে রুশ বাহিনী। রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ইউক্রেনজুড়ে ৩০ শহর ও গ্রামে হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলার মধ্যে রয়েছে পাঁচটি ক্ষেপণাস্ত্র, ২৩টি বিমান ও ৬০টি রকেট হামলা। ইউক্রেনের সশস্ত্র বাহিনী এই দাবি করেছে।
রাশিয়ার এসব হামলার জবাবে ইউক্রেন বিমান বাহিনী রাশিয়ার ২৪ লক্ষ্যবস্তুতে ৩২ হামলা চালিয়েছে ।
চলতি সপ্তাহে ইউক্রেনের দোনেতস্ক ও লুহানস্ক অঞ্চলে রুশ বাহিনী ও ইউক্রেনের সেনাবাহিনীর মধ্যে যুদ্ধের তীব্রতা বেড়েছে।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ২৩৫ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। যদিও সরকারিভাবে দেশ দুইটির পক্ষ থেকে হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।