সৃজলা গুহ। ছোট পর্দার জনপ্রিয় মুখ। পিহু চরিত্রে তাঁকে দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শক। এ বার নতুন রূপে আসতে চলেছেন অভিনেত্রী।
কোমরের সঙ্গে সারা শরীর দুলছে ছন্দে। মঞ্চে তাঁকে দেখে হাততালি দিচ্ছেন দেব, রুক্মিণী, মনামীরা।
বেলি ডান্স করে ‘ডান্স ডান্স জুনিয়র’-এর মঞ্চ মাতালেন অভিনেত্রী সৃজলা গুহ। সৃজলার অভিনয় ইতিমধ্যেই দর্শক দেখে ফেলেছেন। ‘মন ফাগুন’ ধারাবাহিকের হাত ধরে টেলিভিশন প্রেমীরা পেয়েছিলেন নতুন জুটি। লেখিকা সৃজলাকেও পেয়েছেন দর্শক। কিছু দিন আগেই প্রকাশ্যে এসেছে অভিনেত্রীর লেখা প্রথম বই ‘ফরএভার জানুয়ারি’। এ বার সামনে আসতে চলেছেন নৃত্যশিল্পী সৃজলা।
নতুন অবতারে নায়িকাকে দেখে ভক্তরা যেমন উত্তজিত, তেমনই আবার অনেকের বক্তব্য বলিউড অভিনেত্রী নোরা ফতেহিকে কেন নকল করার চেষ্টা করছেন সৃজলা?
এত দিন মুখ বন্ধ করে রেখেছিলেন তিনি। অবশেষে মুখ খুললেন অভিনেত্রী। তিনি বললেন, “নাচের প্রতি আমার ভালবাসা সেই ছোটবেলার। আমার নিন্দকরা অনেকেই আমার অনুষ্ঠান দেখে বলেন নোরা ফতেহিকে নাকি আমি নকল করি। কে নোরা? ও বিখ্যাত হওয়ার আগে থেকে আমি বেলি ডান্স করি। সুতরাং এটা বললে আমি মোটেও মানব না।”