এ বছর তার অভিনীত তিনটি বলিউডের সিনেমা ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। এ মাসেই মুক্তি পাচ্ছে তার আরও দুটি নতুন হিন্দি সিনেমা। সব মিলিয়ে এখন তার চমত্কার সময় যাচ্ছে। ক্যারিয়ারে এতটা ভালো সময় বোধহয় এর আগে আসেনি। ফলে বেশ ফুরফুরে মেজাজে সময় পার করছেন ৩২-এ পা রাখা এই অভিনেত্রী।
১৪ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ডক্টর জি’। এরপর ২৫ অক্টোবর আসছে ‘থ্যাঙ্ক গড’। রাকুলকে সর্বশেষ দেখা গেছে ‘কাঠপুতলি’ ছবিতে। রহস্য ও রোমাঞ্চধর্মী ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে স্কুলশিক্ষকার চরিত্রে অভিনয় করেছেন। এ বছর মুক্তি পেয়েছে তার ‘রানওয়ে থার্টি ফোর’, ‘অ্যাটাক’ ছবিগুলো । ‘রানওয়ে থার্টি ফোর’ তাকে একজন পাইলটের ভূমিকায় দেখা গেছে। ‘অ্যাটাক’ ছবিতে ডাক্তার জিয়া চরিত্রে অভিনয় করেছেন তিনি জন আব্রাহামের সাথে। এখন তার হাতে বেশ কিছু ছবি রয়েছে। তার অভিনীত নির্মাণাধীন বলিউডের ছবিগুলোর মধ্যে রয়েছে ‘ছত্রিওয়ালি’, ‘মিশন সিন্ডারেলা’। এছাড়া দক্ষিণী তামিল তেলেগু সিনেমা রয়েছে বেশ কয়েকটি। এগুলো হলো ‘আয়ালান’, ‘৩১ অক্টোবর লেডিস নাইট’, ও ‘ইন্ডিয়ান টু’র মতো ছবিগুলো। সব মিলিয়ে বলিউড ও দক্ষিণী সিনেমায় রাকুল বেশ জমিয়ে রেখেছেন নিজের ক্যারিয়ার। শিগগিরই রাকুলকে দেখা যাবে মেরি পত্নী কা রিমেকে।
, তিনি সবসময়ই অভিনেত্রী হতে চাইতেন। ১৮ বছর বয়সে কলেজে পড়াকালীন তিনি মডেলিং শুরু করেন। ২০০৯ সালে কন্নড় ছবি ‘গিল্লি’ দিয়ে অভিনয় যাত্রা শুরু। ‘বেশ খানিক পকেট মানি’ পাওয়ার জন্য ছবিটি করতে রাজি হন অভিনেত্রী। এরপর ২০১১ সালে ফের তাকে পর্দায় দেখা যায়। মালয়লম ও তেলুগু ছবিতে অভিনয় করেন তিনি। ২০১৪ সালে ‘ইয়ারিয়া’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন রাকুল প্রীত।। সেই বছরেই আরও ৪টি দক্ষিণী ছবি মুক্তি পায় তার। বলিউডে তার অভিনীত ‘দে দে পেয়ার’, ‘আইয়ারি’, ‘মারজাভা’, ‘সরদার কা গ্রানডসন’ ছবিগুলো মুক্তি পেয়েছে। কখনো বিমানচালক, কখনো স্কুলশিক্ষকা, কখনো বিজ্ঞানীর ভূমিকায় দেখা গেছে অভিনেত্রী রাকুল প্রীত সিংকে। নতুন নতুন চরিত্রে নিজেকে প্রমাণের সুযোগ পেয়ে দারুণ খুশি তিনি। রাকুল বলেন, ‘কাঠপুতলি’ ছবিতে আমি স্কুলশিক্ষকা চরিত্রের মাধ্যমে ইশারা ভাষা শেখার সুযোগ পেয়েছি। রাকুলের মতে, প্রতিটি ছবিই অভিনয় শিল্পীদের জন্য একটা অভিজ্ঞতা। যে চরিত্রেই সুযোগ পান, তাতে কিছু না কিছু শেখার থাকে।