জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটিতে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিয়েছে ভারত। তবে বাংলাদেশ ভোটদানে বিরত ছিল।
রাশিয়ার বিরুদ্ধে আনা একটি নিন্দা প্রস্তাবের ওপর গোপন ভোটাভুটি হবে কিনা এই প্রশ্নে ভোটাভুটি হয়। ইউক্রেনের চারটি অঞ্চলকে রুশ ফেডারেশনে যুক্ত করার নিন্দা জানিয়ে আলবেনিয়া প্রস্তাবটি উত্থাপন করে। রাশিয়া চেয়েছিল এই প্রস্তাবের ওপর গোপনে ভোটাভুটি হোক।
সোমবার ওই প্রস্তাবে গোপনে ভোটাভুটি হবে কি না সেই প্রশ্নে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটি হয়। এতে রাশিয়ার বিপক্ষে ভারতসহ ১০৭টি দেশ ভোট দিয়েছে। আর পক্ষে ভোট দিয়েছে ১৩টি দেশ। বিরত ছিল রাশিয়া, চীন ও বাংলাদেশসহ ৩৯টি দেশ।
সম্প্রতি ইউক্রেনের দোনেৎস্ক, খেরসন, লুহানস্ক ও জাপোরিঝঝিয়াতে গণভোটের মধ্য দিয়ে অঞ্চলগুলোকে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করে মস্কো। এ গণভোট ও অন্তর্ভুক্তিকরণকে অবৈধ উল্লেখ করে আলবেনিয়ার উদ্যোগে জাতিসংঘের সাধারণ পরিষদে আনা নিন্দা প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা।