The news is by your side.

উন্মুক্ত ক্লিভেজ, হলুদ লেহেঙ্গা-চোলিতে মনামী ঘোষ !

0 156

মনামী ঘোষ! অজানা কারণে টলিউডের বহু নামী পরিচালক এখনও বড় পর্দায় ভেবে উঠতে পারেননি। ব্যতিক্রম শিবপ্রসাদ, নন্দিতা।

চলতি বছর উইন্ডোজ নির্মিত ফিল্ম ‘বেলাশুরু’-তে প্রশংসনীয় অভিনয় ও ‘টাপা টিনি’ নেচে তাক লাগিয়ে দিয়েছেন মনামী। সম্প্রতি হলুদ লেহেঙ্গা-চোলিতে ভাইরাল হল মনামীর কয়েকটি ছবি।

 

মনামীর ছবিগুলিতে তাঁর পরনে ছিল একটি হলুদ রঙের ফুলস্লিভ চোলি ও লেহেঙ্গা এবং দোপাট্টা। চোলির ডিপ প্লাঙ্গিং নেকলাইনের ফলে উন্মুক্ত ছিল মনামীর ক্লিভেজ। চোলির স্লিভে রয়েছে কয়েকটি প্লিট।

সমগ্র লেহেঙ্গা চোলি জুড়ে রয়েছে চুমকি ও স্টোনের এমব্রয়ডারি। দোপাট্টার বর্ডারলাইনেও রয়েছে একই কারুকার্য। এছাড়াও লেহেঙ্গা-চোলিতে ছিল চিকনকারি ওয়ার্ক। এটি ছিল জর্জেটের তৈরি। লেহেঙ্গা-চোলিটি ডিজাইন করেছেন ফ্যাশন ডিজাইনার তন্ময় বিশ্বাস।

হলুদ রঙে লেহেঙ্গা-চোলির সাথে ‘আডর’স ক্রিয়েশন’-এর তৈরি কুন্দনের নেকপিস পরেছিলেন মনামী। মাঝে সিঁথি করে খোঁপা বেঁধেছিলেন তিনি। কপালে ছিল ছোট্ট টিপ।

মনামীর ছবির নিচে তাঁর সৌন্দর্যের প্রশংসা করেছেন মৌনি রায়। কিছুদিন আগেই ‘ডান্স ডান্স জুনিয়র’-এর মঞ্চে বিশেষ অতিথি হয়ে এসেছিলেন মৌনি।

 

 

Leave A Reply

Your email address will not be published.