বিরাট কোহলির নেতৃত্বে ইংল্যান্ডে আসন্ন বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঘোষিত দলে জায়গা হয়নি রিশব পান্থ ও আম্বাতি রাইডুর। তবে দলে রয়েছেন লুকেশ রাহুল, দিনেশ কার্তিক, মুরালি বিজয় ও রবীন্দ্র জাদেজা।
সোমবার মুম্বাইতে বিসিসিআই এর প্রধান কার্যালয়ে নির্বাচক কমিটির প্রধান এমএসকে প্রসাদ এই দল ঘোষণা করেন। মে মাসের শেষে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপে তৃতীয়বারের মতো ট্রফির লড়াইয়ে অবতীর্ন হবে ভারত।
ভারত দল : কিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লুকেশ রাহুল, বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, দিনেশ কার্তিক, জুযভেন্দ্র চাহাল, কুলদ্বীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত সিংহ, হার্দিক পান্ডে, রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ সামি।