যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে আধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
সোমবার যুক্তরাষ্ট্রে তিনি এই প্রতিশ্রুতি দেন বলে এক বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউস।
ইউক্রেনের রাজধানী কিয়েভ ও অন্যান্য শহরে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পর এ ঘোষণা দেওয়া হয়। খবর এএফপির।
বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন বাইডেন। ইউক্রেনের সুরক্ষার জন্য আধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থাসহ প্রয়োজনীয় অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
বাইডেন জেলেনস্কিকে আরও জানান, যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন করবে। রাশিয়াকে তার যুদ্ধাপরাধ ও নৃশংসতার জন্য দায়ী করা হবে। ইউক্রেনকে সব ধরনের নিরাপত্তা, অর্থনৈতিক ও মানবিক সহায়তা প্রদান করা হবে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা সোমবারের (১০ অক্টোবর) হামলায় সামরিক কমান্ড, যোগাযোগ সুবিধা এবং শক্তি অবকাঠামো লক্ষ্যবস্তু করেছিল। তবে ইউক্রেন মস্কোকে নির্বিচারে বেসামরিক এলাকায় আঘাত করার অভিযোগ করেছে।