The news is by your side.

অর্থনীতিতে নোবেল পেলেন সাবেক ফেড চেয়ারম্যানসহ তিন অর্থনীতিবিদ

0 266

ব্যাংক ও আর্থিক খাতের সংকট নিয়ে গবেষণা করে এ বছর অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের সাবেক চেয়ারম্যান বেন এস বার্নাকে, সিকাগো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডগলাস ডব্লিউ ডায়মন্ড এবং ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফিলিপ এইচ ডিবভিগ।

সোমবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৪টার দিকে অর্থনৈতিক বিজ্ঞানে নোবেল মেমোরিয়াল এই পুরস্কার ঘোষণা করেন।

নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ডগলাস ডব্লিউ ডায়মন্ড হচ্ছেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের একজন অর্থনীতিবিদ। ফিলিপ এইচ ডিবভিগ সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটির অর্থনীতিবিদ এবং বেন বার্নান এখন ওয়াশিংটনের ব্রুকিংস ইনস্টিটিউশনে আছেন।

সর্বোচ্চ সম্মানের অর্থনীতির পুরস্কার আসলে নোবেল পুরস্কার নয়। এটিকে আলফ্রেড নোবেলের স্মৃতিতে অর্থনৈতিক বিজ্ঞানে ‘সিভারিগস রিক্সবাঙ্ক’ পুরস্কার বলা হয়। কারণ এটি ১৮৯৫ সালে আলফ্রেড নোবেল তার দলিলে যে মূল বিভাগগুলো নির্ধারণ করেছিলেন তার মধ্যে অর্থনীতির পুরস্কার ছিল না।

এই পুরস্কারটি সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক দ্বারা অর্থায়ন করা হয়। ১৯৬৯ সাল থেকে এই বিভাগে পুরস্কার দেওয়া হচ্ছে। নোবেল কমিটি এটিকে প্রচার করে এবং ওয়েবসাইটে তালিকাভুক্ত করে।

Leave A Reply

Your email address will not be published.