ধুমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এ কথা আমরা সকলেই জানি। সিগারেট পান করলে হৃৎপিণ্ড, ফুসফুসসহ শরীরের নানা গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। যার জেরে অকালেই নেমে আসতে পারে মৃত্যু। জানা গেছে, শুধু হৃৎপিণ্ড, ফুসফুসই নয় সিগারেট পান করলে ব্যাপকভাবে চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও থাকে। সম্প্রতি একটি গবেষণায় এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। হায়দ্রাবাদের এল ভি প্রসাদ আই ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, ধুমপানের ফলে রক্তে রাসায়নিকের পরিমাণ ব্যাপকভাবে বেড়ে যায়। এর ফলে রেটিনায় রক্ত ও অক্সিজেনের ঘাটতি দেখা যায়। এর ফলে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হতে পারে চোখ।
এল ভি প্রসাদ আই ইনস্টিটিউটের দাবি, সিগারেট থেকে শরীরে ছড়িয়ে পড়ে নিউরোটক্সিক। এর ফলে প্রাথমিকভাবে বর্ণান্ধতা তৈরি হতে পারে। যা আসলে রঙ না পারা। এর ফলে আস্তে আস্তে চোখ নষ্ট হয়ে যায়। সিগারেট থেকে চোখে ছানি পরা বা গ্লুকোমা হওয়ার সম্ভাবনা থাকে। ফলে ধীরে ধীরে নেমে আসতে পারে সার্বিক অন্ধত্ব। তাই শরীরের অন্য অংশের পাশাপাশি চোখের স্বাস্থ্য ধরে রাখতে সিগারেত ছেড়ে দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।