The news is by your side.

 অভিবাসী সংকটে নিউইয়র্কে জরুরি অবস্থা জারি

0 169

 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নেমেছে ভাসমান অভিবাসীর ঢল। গত ছয় মাসে শহরটিতে এসেছে প্রায় ১৭ হাজার অভিবাসী। এ পরিস্থিতিকে

‘সংকটাপন্ন অবস্থা’ উল্লেখ করে জরুরি অবস্থা জারি করেছে নিউইয়র্ক শহরের মেয়র এরিক এডাম।

রিপাবলিকান সমর্থিত টেক্সাস, অ্যারিজোনা ও ফ্লোরিডার মতো অঙ্গরাজ্যগুলো থেকে অভিবাসী প্রত্যাশীদের ডেমোক্রেটিক পার্টি দ্বারা পরিচালিত শহরটিতে পাঠানো হচ্ছে।

শুক্রবারের সংবাদ সম্মেলনে মেয়র এরিক বলেন, ‘গত সেপ্টেম্বরে প্রতিদিন পাঁচটি থেকে ছয়টি বাসে করে অভিবাসী প্রত্যাশী এসেছে। বর্তমানে শহরের আশ্রয় ব্যবস্থায় থাকা প্রতি পাঁচজনের মধ্যে একজন অভিবাসী। ’

‘আগতদের মধ্যে অনেকে পরিবারে স্কুল বয়সী শিশু রয়েছে এবং তাদের চিকিৎসার প্রয়োজন,’ যোগ করেন তিনি।

এসব অভিবাসীদের জন্য অতিরিক্ত খরচ হচ্ছে এজন্য ক্ষোভ প্রকাশ করে মেয়র এরিক এডাম বলেন, অন্যান্য খাতে ব্যয়ের অর্থ অভিবাসীদের পেছনে খরচ করতে হচ্ছে। নিউইয়ক শহর তাদের জন্য অনেক করেছে। এখন আমাদের ধৈর্যের বাধ ভেঙে যাচ্ছে।

অভিবাসন প্রত্যাশীরা এইভাবে আসতে থাকায় চলতি অর্থবছরে নিউ ইয়র্কের অতিরিক্ত এক বিলিয়ন ডলার ব্যয় করতে হবে। মেয়র এই ব্যয় বহনের ক্ষেত্রে কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

তারা আরও জানান, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্তগুলো অতিক্রম করে প্রবেশ করতে থাকা অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা কমাতে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন যেন আরও কিছু করে সে বিষয়ে চাপ বাড়াতেই তারা এ পদক্ষেপ নিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.