শাহরুখ পুত্র আরিয়ান খানের প্রতি তাঁর দুর্বলতা আছে। সম্প্রতি, ‘কফি উইথ করণ-৭’-এ গিয়ে একথা স্বীকার করেছিলেন অনন্যা পাণ্ডে। তাঁর এই স্বীকারোক্তিই কি তবে কাল হল? মাধুরী দীক্ষিতের ‘মজা মা’-র স্ক্রিনিংয়ে গিয়ে অনন্যাকে যেন চিনতেই পারলেন না আরিয়ান! প্রকাশ্যেই এড়িয়ে পাশ কাটিয়ে বেরিয়ে গেলেন। আরিয়ানের থেকে এমন ব্যবহার হয়ত আশা করেননি খোদ অনন্যাও। তাঁর অভিব্যক্তি বলছে, বন্ধুর দাদার এমন ব্যবহারে তিনিও অবাক।
সম্প্রতি, বোন সুহানা খানকে নিয়ে মাধুরীর ‘মজা মা’, র স্পেশাল স্ক্রিনিংয়ে গিয়েছিলেন শাহরুখ পুত্র। সেখান থেকেই আরিয়ানের এই ভিডিওটি ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিওতে সুহানাকে দেখা যায়নি। ভিডিওতে দেখা যাচ্ছে রেড কার্পেটে দাঁড়িয়ে রয়েছেন অনন্যা, তাঁকে সেখানে দেখে পাশ কাটিয়ে বেরিয়ে গেলেন শাহরুখ পুত্র। বেশ বোঝা গিয়েছে অনন্যার সঙ্গে চোখাচোখি হোক কোনওভাবেই চাননি আরিয়ান।
ভিডিওর নিচে কেউ লিখেছেন, ‘আরিয়ানে কড়া অ্যাটিটিউড’, কারোর কথায়, ‘শুধু আরিয়ান নয়, ওর ড্রাইভারও অনন্যাকে পাত্তা দেয়নি।’ কেউ লিখেছেন, ‘অনন্যার ভাবটা এমন যে, কৌন হ্যায় ইয়ে জিসনে দুবারা মুরকে মুছে নেহি দেখা!’ কারোর দাবি, ‘কিং কা বেটা কিং’, কেউ আবার বলেছেন, ‘জেল কা কামাল, কিং কা বেটা ভাই সোয়াগ তো দিখায়েগা না’।
অনন্যা বলেছিলেন, ‘আরিায়ান ভীষণই কিউট, আমার আরিয়ানের প্রতি ক্রাশ আছে।’ করণ অনন্যাকে পাল্টা প্রশ্ন করেছিলেন, ‘এটা এগোল না কেন?’ তখন অনন্যার উত্তর ছিল, ‘সেটা ওকেই জিগ্গেস করো’। প্রসঙ্গত, মাদক মামলায় আরিয়ান খানের সঙ্গে নাম জড়িয়েছিল অনন্যা পাণ্ডেরও। আরিয়ান খান যখন জেলে মাদককাণ্ডে অনন্যাকে জিজ্ঞাসাবাদ করেছিল NCB। তাই কারোর প্রশ্ন মাদককাণ্ডের পর থেকেই কি অনন্যাকে এড়িয়ে যাচ্ছেন শাহরুখ পুত্র?