বিনোদন ডেস্ক
আজ মহাসপ্তমী। মণ্ডপে মণ্ডপে চলছে পূজার আয়োজন। বিয়ের পর এটিই চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের প্রথম দুর্গাপূজা। দেবী দুর্গাকে বরণ করতে সাদা জামদানি পরে শাখা-সিঁদুর-আলতায় সেজেছেন তিনি।
রোববার ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে পূজার সাজে বেশ কিছু ছবি পোস্ট করেছেন মিম। কাশবন ও দুর্গা মণ্ডপে তোলা ছবিগুলো নেটিজেনদের নজরে এসেছে। তারা নায়িকার অপরূপ লুকে মুগ্ধ, মন্তব্যের ঘরে এমনটাই জানাচ্ছেন।
সপ্তমীর শুভেচ্ছা জানিয়ে মিম লিখেছেন, ‘শুভ মহাসপ্তমী। এবারের পূজা আমার জন্যে এক অন্যরকম অনুভূতি। শাখা, সিঁদুর, জামদানি শাড়ি আলতা পরানো হাতে প্রথমবার বরণ করলাম দেবী দুর্গাকে!’
তিনি লেখেন, ‘শরতের কাশফুল আর নিজের নতুন সাজ, সবকিছুতেই কেমন যেন একটা স্নিগ্ধতা! আশা করি, সবার পুজো এ রকম সুন্দর কাটবে।’
বছরের সেরা হিট ও আলোচিত সিনেমা ‘পরাণ’ ছবিতে অনন্যা চরিত্রে বাজিমাত করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘দামাল’ ছবি। এতেও শরিফুল রাজের বিপরীতে অভিনয় করেছেন মিম। ছবিটি পরিচালনা করেছেন ‘পরাণ’খ্যাত নির্মাতা রায়হান রাফি।