ইউক্রেন যুদ্ধে অংশ নিতে রুশ সেনাদের পরিবারের কাছে নিবেদন জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিন।
শুক্রবার স্থানীয় সময় বিকাল তিনটায় ইউক্রেনের দখল করা চার অঞ্চল রুশ ফেডারেশনে যুক্ত করার অনুষ্ঠানে পুতিন এই নিবেদন জানান।
রুশ প্রেসিডেন্ট বলেন, ‘প্রিয় বন্ধু ও সহকর্মীরা, আজ আমি ‘বিশেষ অভিযান’ এ অংশ নিতে সেনাদের পরিবারের কাছে আবেদন জানাই। আমি সেনাদের স্ত্রী এবং ছেলে-মেয়েদের কাছেও নিবেদন জানাতে চাই। আমরা কী জন্য যুদ্ধ করছি সেটা তাদের বুঝতে হবে।’
ইউক্রেন রাশিয়ার দাবি করে পুতিন বলেন, ইউক্রেনকে সমর্থন দেওয়ার মাধ্যমে পশ্চিমারা রাশিয়া ভাঙতে চাচ্ছে।
দোনবাস অঞ্চল চিরদিনের জন্য রাশিয়ার নাগরিকদের হবে ঘোষণা দিয়ে পুতিন বলেন, ওই অঞ্চলের শহর এবং গ্রামগুলো আমরা পুনঃনির্মাণ করব। কিয়েভ কর্তৃপক্ষকে রুশ ফেডারেশনে যুক্তের বিষয়টি সম্মান জানানো উচিত মন্তব্য করে তিনি বলেন, এটা শান্তির একমাত্র উপায়। রাশিয়া যেকোনো উপায়ে তার নিজস্ব ভূখণ্ড রক্ষা করবে।