সাম্প্রতিক সময়ে দক্ষিণ ভারতের ইনাস্ট্রিগুলো সাফল্য পাচ্ছে বেশি। শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও তামিল, তেলেগু, মালায়লাম কিংবা কন্নড় ভাষার সিনেমা ব্যাপক গ্রহণযোগ্যতা পাচ্ছে।
দক্ষিণী সিনেমা নাকি বলিউড, কে সেরা? এই নিয়ে বিতর্ক বহুদিনের। গত কয়েক বছরে বলিউডের অধিকাংশ সিনেমা ফ্লপ এবং দক্ষিণের ‘কেজিএফ’, ‘পুষ্পা’র মতো সিনেমা ব্লকবাস্টার হওয়ার সুবাদে বিতর্কটি জোরালো হয়েছে।
সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন মনে করেন, এখন সিনেমার মধ্যে কোনও সীমানা নেই। দুদিন পরই মুক্তি পেতে যাচ্ছে ঐশ্বরিয়া অভিনীত তামিল সিনেমা ‘পন্নিয়িন সেলভান: ওয়ান’। এই সিনেমার প্রচারে এসেই দক্ষিণ-বলিউড বিতর্কে কথা বলেন তিনি।
বচ্চনবধূর ভাষ্য, ‘এটা অসাধারণ একটা সময়; যখন সিনেমা ও তারকা নিয়ে গতানুগতিক চিন্তার সীমানা ভেঙে ফেলতে হবে। আমি মনে করি, এসব বাধা এখন আর নেই। মানুষ আমাদের সিনেমাকে জাতীয়ভাবে চেনে। তারা প্রতিটি অঞ্চলের সিনেমা দেখতে চায়।’
‘পন্নিয়িন সেলভান: ওয়ান’ সিনেমাটি নির্মাণ করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা মণি রত্নম। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এ সিনেমায় ঐশ্বরিয়ার সঙ্গে অভিনয় করেছেন চিয়ান বিক্রম, কার্থি, তৃষা কৃষ্ণান, সভিতা ধুলিপালা প্রমুখ। প্রায় ৫০০ কোটি রুপি বাজেটে সিনেমাটি তৈরি করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর এটি মুক্তি পাচ্ছে।