কক্সবাজার অফিস
কক্সবাজারের টেকনাফে ট্রাকচাপায় মা-ছেলে নিহত হয়ছে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে হোয়াইক্যং লম্বাবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়া এলাকার আবুল কালামের স্ত্রী ফাতেমা (১৯) ও তার দুই মাসের ছেলে আসওয়াত।
হোয়াইক্যং হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম ভিশন নিউজ ২৪ কে জানান, কক্সবাজারমূখী একটি সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় একটি নাম্বারবিহীন মিনি ট্রাক (ডাম্পার)। এতে আহত ৫ জনকে উখিয়ার পালংখালী এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে মা-ছেলের মৃত্যু হয়। এ ঘটনায় দুর্ঘটনা কবলিত যানবাহন ২টি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।