দক্ষিণী পরিচালক এসএস রাজামৌলির পরবর্তী সিনেমায় মুখ্য ভূমিকায় দেখা যাবে আলিয়া ভাটকে। এর আগে ‘আরআরআর’ সিনেমায় দক্ষিণী পরিচালকের সঙ্গে কাজ করেছেন আলিয়া। ওই সিনেমায় একটি ছোট চরিত্রে দেখা যায় বলিউড নায়িকাকে। ফের ‘বাহুবলী’ নির্মাতার সিনেমায় কাজ করতে চলেছেন মহেশ ভাট কন্যা।
তবে এবার আর কোনো ছোট চরিত্রে নয়, একেবারে মুখ্য ভূমিকায় দেখা যাবে আলিয়া ভাটকে। সিনেমার নাম ‘এসএসএমবি২৯’। এখানে মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য ‘গাঙ্গুবাই’কে একেবারে চূড়ান্ত করা হয়েছে বলে ভারতের একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর। এই সিনেমায় আলিয়ার বিপরীতে কাজ করবেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা মহেশ বাবু।
সন্তানসম্ভবা আলিয়া ডিসেম্বরের শেষে সন্তানের জন্ম দেবেন। সন্তানের জন্মের পরেই এই সিনেমার জন্য কাজ শুরু করে দেবেন তিনি।
এদিকে, আলিয়া ভাট ও রণবীর কাপুর জুটির প্রথম সিনেমা ‘ব্রহ্মাস্ত্র: ‘পার্ট ওয়ান শিবা’ সম্প্রতি মুক্তি পেয়েছে। বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করছে সেটি। তার মাঝেই রাজমৌলির সঙ্গে আলিয়ার নতুন সিনেমায় অভিনয়ের চুক্তি। তেলুগু ছবিতে নায়িকার কাজ দেখতে মুখিয়ে আছেন অনুরাগীরা।
এছাড়া হলিউডেও অভিষেক ঘটতে চলেছে আলিয়ার। কয়েক মাস আগেই হলিউডের এক স্পাই থ্রিলার ‘হার্ট অব স্টোন’-এর শুটিং তিনি শেষ করেছেন।