The news is by your side.

সামান্থা  রুথ প্রভু অসুস্থ? না-কি  বিচ্ছেদে মন খারাপ ?

0 565

দক্ষিণী নায়িকা সামান্থা রুথ প্রভু অসুস্থ। আপাতত অন্তরালে রয়েছেন। সামান্থার অসুস্থতার খবর ছড়িয়েছে সংবাদমাধ্যমে। খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে – তাঁর অনুরাগীরা। কী হয়েছে সামান্থার?  কোন অসুখে    ভুগছেন তিনি?  স্পষ্ট হয়নি। আদৌ সামান্থা অসুস্থ কি না, সে ব্যাপারেও নিশ্চিত হওয়া যায়নি।

‘পুষ্পা’ সিনেমায় ‘উ অন্তাভা’ গানে কোমর দুলিয়ে আসমুদ্রহিমাচলে সাড়া ফেলে দিয়েছেন সামান্থা। এই ছবির দৌলতেই সর্বভারতীয় দর্শকদের কাছে রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান এই দক্ষিণী তারকা। লাফিয়ে বেড়েছে তাঁর অনুরাগীর সংখ্যাও।

সম্প্রতি কর্ণ জোহরের ‘কফি উইথ কর্ণ’-শোয়ে দেখা গিয়েছিল সামান্থাকে। কিন্তু তার কিছু দিন পর থেকেই নায়িকার পাত্তা পাওয়া যাচ্ছে না। জনসমক্ষে সামান্থাকে না দেখতে পেয়ে অনেকে মনে করছেন, নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের জেরেই কি মন খারাপ নায়িকার?

‘বলিউড হাঙ্গামা’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, গত কয়েক মাস ধরে শরীর খারাপ সামান্থার। বাড়ির বাইরে তাঁকে না যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাঁর পরবর্তী তেলুগু ছবি ‘খুশি’র শ্যুটিংও আপাতত স্থগিত রেখেছেন সামান্থা।

Leave A Reply

Your email address will not be published.