শরীয়তপুর প্রতিনিধি
পদ্মা তীরবর্তী জনপদ শরীয়তপুরের নড়িয়া, সখিপুর সহ প্রতিটি জনপদের মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। শরীয়তপুরের মানুষ ভালো থাকলে, আমি ভালো থাকবো।
রোববার সকালে শরীয়তপুর নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার বিতরনকালে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম একথা বলেন।
এনামুল হক শামীম সকালে শরীয়তপুরের সখিপুর থানার কাঁচিকাটা ইউনিয়নের নদী ভাঙন এলাকা পরিদর্শন এবং নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য সহায়তা, ঢেউটিন, শাড়ি-লুঙ্গি ও অর্থ সহায়তা প্রদান।
শরীয়তপুর জেলা আওয়ামী লীগ এবং সখিপুর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এনামুল হক শামীম বলেন, প্রধানমন্ত্রীর আন্তরিক সদিচ্ছা এবং তার নির্দেশে পদ্মার ভাঙ্গন থেকে শরীয়তপুরের মানুষ রক্ষা পেয়েছে।
নদীভাঙ্গা মানুষদের জীবন মান উন্নয়নে যা যা করা দরকার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তিনি তা করবেন বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন ।